কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড

Apr 27, 2025 - 23:56
 0  16
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড
ছবি : সংগৃহীত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধানক্ষেত ও ভুট্টাক্ষেত।
 
শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডবে জেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলা সদর ও বিভিন্ন উপজেলার ওপর দিয়েও হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, কুড়িগ্রাম জেলা সদরের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, খামার বাড়ি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

অপরদিকে, কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম রেল স্টেশনের ওপরের তলার গ্লাস ও জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে গেছে। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের এক কৃষক বলেন, রাতের হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার দুই একর জমির ধান নুইয়ে পড়েছে। এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, কি হবে জানিনা।
 
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে এ জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ অফিসেরও অনেক গাছপালা উপড়ে পড়েছে। তবে রাতে ঝড় হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow