কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মহাসড়কে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Oct 18, 2025 - 01:42
 0  2
কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মহাসড়কে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করলেন স্থানীয়রা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে এই ব্যতিক্রমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষত তরুণ ও যুবকরা, কুমিল্লা নামে বিভাগের দাবিতে দলে দলে মোটরসাইকেল নিয়ে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নুরজাহানের সামনে জড়ো হতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এলাকাটি কয়েক হাজার বাইকারের মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত এটি ছিল কুমিল্লা বিভাগের দাবিতে অরাজনৈতিক ব্যানারে জেলার ইতিহাসে সর্ববৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এবং আলেখারচর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সকলের মুখে মুখে ছিল একটাই স্লোগান—‘দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই।’ অনেকে হাতে ও বুকে জাতীয় পতাকা বহন করেন, যা পুরো শোভাযাত্রাকে বিভাগ দাবির এক বিশাল মিছিলে রূপ দেয়।

মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে রাস্তার দু'পাশে দোকানপাটের সামনে দাঁড়িয়ে সব শ্রেণির মানুষকে স্বাগত জানাতে ও একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেয়া প্রকৌশলী শিহাব উদ্দিন জানান,‘প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজারো ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। আমরা অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ চাই।’

আরেক অংশগ্রহণকারী কলেজ ছাত্র সালেহ আকরাম রনি বলেন,‘শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডে এই অঞ্চল বরাবরই অগ্রগামী। কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন? এটি কোনো রাজনৈতিক নয়, প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি, অন্যথায় ঐক্যবদ্ধ কুমিল্লাবাসী বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি দিতে বাধ্য হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow