কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাব গঠন: আহ্বায়ক আজিজ, সদস্য সচিব মানিক সরকারি কলেজ একাউন্টিং ক্লাব গঠন: আহ্বায়ক আজিজ, সদস্য সচিব মানিক

May 25, 2025 - 22:40
 0  2
কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাব গঠন: আহ্বায়ক আজিজ, সদস্য সচিব মানিক সরকারি কলেজ একাউন্টিং ক্লাব গঠন: আহ্বায়ক আজিজ, সদস্য সচিব মানিক
ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাব এর ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৫ মে) কক্সবাজার সরকারি কলেজর অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে আজিজুল হক কে এবং সদস্য সচিব করা হয়েছে আব্দুর রশিদ মানিক কে। তারা দুজন হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েদ হৃদয়, মোহাম্মদ রাসেল, রেহনুমা ফেরদৌস খুশবু, মো: ফেরদৌস হক নওসাদ, জান্নাতুল মাওয়া মহুয়াএবং মোঃ আদিল (২০-২১ সেশন)।

কমিটির সদস্য হলো, আব্দুল্লাহ আল মারুফ (১৯-২০ সেশন), অর্ক বড়ুয়া (১৯-২০ সেশন), নিলুফা হক কাজল (১৯-২০ সেশন), আলা উদ্দিন (১৯-২০ সেশন), রেজাউর রহমান রাব্বি (১৯-২০ সেশন), ইনতিয়াজ মাহমুদ ইমন (১৯-২০ সেশন), জিয়াউর রহমান (১৯-২০ সেশন), শফিকুর রহমান (২০-২১ সেশন), মোঃ সাকিব ((২১-২২ সেশন), তাসনিহা নূর (২১-২২ সেশন), আলী আশরাফ রাফি (২১-২২ সেশন), মোঃ আল হাফিজ আফ্রিদি ইমন (২২-২৩ সেশন), ফারদিন আলম (২২-২৩ সেশন), ওয়াহেদুল ইসলাম (২৩-২৪ সেশন) এবং নিবরাজ ইফাজ (২৩-২৪ সেশন)।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক: অধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজ এবং পৃষ্ঠপোষক: উপাধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজ। মডারেটর: শেখ দিদারুল আলম, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান, কক্সবাজার সরকারি কলেজ। কো-মডারেটর: নেছারুল হক, সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি কলেজ, মং থোয়েন এ, সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি কলেজ, ইমরানুল হক, প্রভাষক, কক্সবাজার সরকারি কলেজ, রিহাবুল আকবর মিনার, প্রভাষক, কক্সবাজার সরকারি কলেজ।

জানা যায়, কক্সবাজার সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়। যেখান থেকে সকলের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow