কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত

Jul 18, 2025 - 16:58
 0  2
কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে নিহত বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণে জেলা বিএনপির আয়োজনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা জুলাই শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ করে।

পরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল মৌন মিছিল বের হয়। মৌনমিছিলটি কুড়িগ্রাম জাহাজ মোড়, বাজার, শাপলা চত্বর ঘুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।

মৌন মিছিলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাবেক সিনিয়র সহ সভাপতি অবু বকর সিদ্দিক, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব অবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এছাড়াও জুম্মার নামাজের পর মসজিদগুলোতে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতায় বিএনপির আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow