নীলফামারীতে পুলিশের নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

May 21, 2025 - 16:35
 0  5
নীলফামারীতে পুলিশের নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ভুয়া পরীক্ষার্থীর নাম আসাদ চন্দ্র রায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্র রায়ের ছেলে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, সকালে পুলিশ লাইন্স একাডেমিতে কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে এসেছিলেন আসাদ চন্দ্র। তার শারিরীক গঠন ও আচারণে সন্দেহ হয় পুলিশের। এ সময় তার কাগজপত্র যাচাই বাছাইকালে প্রবেশপত্রের সঙ্গে থাকা ছবির মিল না পাওয়ায় আটক করা হয়।

আসাদ চন্দ্র বলেন, শিপন তার মামাতো ভাই। তার অনুরোধে প্রক্সি পরীক্ষা দিতে এসেছে। এ সময় তার ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদ চন্দ্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow