সেতু ভেঙে খালে, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার সকালে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের হাজার-হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।
২০০৪ সালে এ সেতুটি নির্মাণ করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙে যাওয়া এ সেতুসহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫টি সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
What's Your Reaction?

