গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশিদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (৪৫) এবং শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ব্যাপারী (৫৫)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?

