ঠাকুরগাঁওয়ে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে ‘বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও দুওসুও ইউনিয়ন সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক সরকার সব প্রার্থীদের পক্ষ হতে এই হরতাল প্রত্যাহার করেন।
এ সময় তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে হরতাল প্রত্যাহার করা হয়। পরবর্তীতে দলের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে কাউন্সিল স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। এরপর তারা এই হরতালের ডাক দেয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়ন সম্মেলনের ভোটগ্রহণের কথা থাকলেও জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে তা বাতিল করেন। জেলা বিএনপির এ হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের হরতাল কর্মসূচি পালন করা হবে।
এছাড়া শুক্রবার রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
What's Your Reaction?