তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক

জসিম উদ্দিন, মোংলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে স্থানীয়দের মতামত নিতে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে উন্মক্ত আলোচনায় অংশনেন স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ও বিভিন্ন ধর্মের অসংখ্য নারী পুরুষ।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় মোংলার দ্বিগরাজ এলাকায় স্থানীয় বিএনপি কতৃক আয়োজিত অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মানুষদের নানা সমস্যা ও ৩১ দফা বাস্তাবায়নে নানা পরামর্শ শোনেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক লায়ন শেখ ফরিদুল ইসলাম।
এসময় উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েজন নারী তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। একই সাথে তারা এলাকার মাদক নির্মুলে বিএনপির পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে চান।
স্থানীয়দের সকল বক্তব্য শুনে পরে বিএনপির নেতা লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আগামীতে বিএনপি জনগনের ভোটে সরকার গঠন করলে স্থানীয় মানুষদের সকল সমস্যা সমাধানের আশ্বাসদেন তিনি।
এসময় লায়ন ফরিদ আরো বলেন, যদি বিএনপির কোন নেতা কর্মি কোন মানুষের ঘের দখল বা জায়গা জমি দখল অথবা কোন অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ফেব্রয়ারী মাসে নির্বাচনে বিএনপি ভোট দিয়ে সরকার গঠনের জন্য সহযোগিতা করার আহবান জানান বিএনপির এ নেতা।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় বিএনপির অসংখ্য নেতা কর্মি।
What's Your Reaction?






