দীর্ঘ ৭ বছর পর মা ছেলের দেখা
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া।
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর দুইটা ৫৮ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
পরে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা।
দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর বুধবার (৮ জানুয়ারি) দেখা হলো মা-ছেলের। এসময় খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন তারেক রহমান।
এর আগে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভিআইপি প্রটোকল দিয়েছে বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের বাইরে অবস্থান করছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয় খালেদা জিয়ার গাড়িবহর। তাকে একনজর দেখতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সেই ভিড় ঠেলে রাত ১০টা ৫৫ মিনিটে বিমানবন্দরের আট নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে তিনি প্রবেশ করেন।
রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
খালেদা জিয়া ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গেলে সবশেষ তারেক রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল।
তারেক রহমান ও তার পরিবার ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।
What's Your Reaction?