প্রধান উপদেষ্টার শোকবাণী তারেক রহমানের হাতে হস্তান্তর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বাণী পাঠিয়েছেন।
বিএনপির গুলশান চেয়ারপারসন অফিসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাণী পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও দেশের লাখ লাখ মানুষ শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
What's Your Reaction?

