তারেক রহমানের বাসার সামনে থেকে গ্রেপ্তার যুবক ৩ দিনের রিমান্ডে

Jan 5, 2026 - 17:33
 0  7
তারেক রহমানের বাসার সামনে থেকে গ্রেপ্তার যুবক ৩ দিনের রিমান্ডে
ছবি : সংগৃহীত

গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরিতে গ্রেপ্তার ইনামে হামীমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, 'গ্রেপ্তার হামীম গভীর রাতে বিএনপির চেয়ারম্যানের বাসভবনে আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল'। পরে তাকে আটক করা হলে তার কাছে একাধিক জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতো রাতে তিনি কেন কী উদ্দেশে ঘোরাঘুরি করছিলেন সে তথ্য উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, 'তারেক রহমানকে দেখতে সেখানে গিয়েছিলেন তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না'। এবং হামীমের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডে পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এবং বলেন, 'তাকে রিমান্ডে নিলে আসল তথ্য উদঘাটন করা সম্ভব হবে'। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow