দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড

Sep 11, 2025 - 22:18
 0  3
দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড
ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈকত সরকার। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষকরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপুর সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়তে হয়। তাই পরিবার-সমাজ সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে এবং অভিভাবকরা যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে না দেন এ বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।

শিক্ষার্থী রাকিব তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে জানতে পেরেছি কীভাবে মাদক ও বাল্যবিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। আমরা প্রতিজ্ঞা করেছি মাদককে না বলব এবং বাল্যবিয়ে প্রতিরোধ করব।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ণ ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন এবং প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। পরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow