নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ রাতে শপথ নিতে যাচ্ছেন সুশীলা কার্কি

Sep 12, 2025 - 22:20
 0  2
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ রাতে শপথ নিতে যাচ্ছেন সুশীলা কার্কি
ছবি : সংগৃহীত

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর এএফপির।

রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় (স্থানীয় সময়) তার শপথ নেয়ার কথা রয়েছে।’

জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির পদত্যাগে সুশীলা কার্কির নেতৃত্বেই হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনিই হতে যাচ্ছেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

জানা গেছে, তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে পারে। বৈঠকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব দেবেন সুশীলা কার্কি।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুশীলা কার্কি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow