নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত

Jul 18, 2025 - 13:56
 0  5
নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত
ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুই ম্যাচে থাকবেন না লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত সোম।

সম্প্রতি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন। তিনি বলেন, ওরা ব্যস্ত থাকবে ওই সময়ে, তাই আসতে পারবে না।

আগের সূচি অনুযায়ী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি হবে সেপ্টেম্বরের এ দুই ম্যাচ।

হামজা এই মুহূর্তে নিজের দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে আছেন। কাভালরি সিটির হয়ে শমিতের লিগের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। তাই নেপাল ম্যাচে খেলবেন না তারা।

এদিকে গুঞ্জন রয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুই শেষ পর্যন্ত ক্যাম্প শুরু করতে পারেন। যেখানে যেতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে মূল দলে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা কিউবা মিচেল।

জাতীয় দলের ক্যাম্প কবে থেকে, অনূর্ধ্ব-২৩ দলই বা প্রস্তুতি শুরু করছে কবে, সেটি এখনো জানায়নি বাফুফে। হাভিয়ের কাবরেরা এর আগে এশিয়ান গেমসে কোচ ছিলেন। তবে এবার জাতীয় দল ও যুব দলের খেলা একই সময়ে হওয়ায় নতুন কোচ খুঁজতে হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow