ফুটবল ম্যাচ ঘিরে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯

Dec 19, 2025 - 15:35
 0  3
ফুটবল ম্যাচ ঘিরে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯
ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ফুটবলে সহিংসতার কালো ছায়া যেন কিছুতেই কাটছে না। এবার কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত কলম্বিয়া কাপের ফাইনালকে কেন্দ্র করে ভয়াবহ দাঙ্গা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যকার এই তাণ্ডবে অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে পরাজিত করে আতলেতিকো নাসিওনাল। দুই দলেরই ঘরের মাঠ হিসেবে পরিচিত ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার পরপরই পরিস্থিতির অবনতি ঘটে। খবর- বিবিসি

উশৃঙ্খল সমর্থকরা গ্যালারি থেকে মাঠে নেমে এলে মুহূর্তেই পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়। অনেক সমর্থকের হাতে ছিল ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং ধাপে ধাপে বলপ্রয়োগের মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমর্থকরা বসার আসন উপড়ে ফেলার পাশাপাশি মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচটি শুরু হতেও নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট বিলম্ব হয়েছিল। পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানিয়েছেন, অভিযানের সময় দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি পাইরোটেকনিক সামগ্রী বা বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে।

মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন,‘যারা স্টেডিয়ামে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটি কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেয়া হবে না।’

উল্লেখ্য, কলম্বিয়ায় উচ্চঝুঁকিপূর্ণ ম্যাচগুলোতে সাধারণত সফরকারী দলের সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে ফুটবলে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মেডেলিন কর্তৃপক্ষ এই ম্যাচে ব্যতিক্রম হিসেবে দুই দলের সমর্থকদেরই উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow