ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে : জামায়াতের সেক্রেটারি

Aug 1, 2025 - 14:11
 0  4
ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে : জামায়াতের সেক্রেটারি
ছবি : সংগৃহীত

জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় তিনি আরও বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বলেন দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোন ফ্যাসিবাদ জন্ম নেবে না।

এই জামায়াত নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেফতার হয়নি। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কথাও বলেন গোলাম পরওয়ার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow