বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Aug 17, 2025 - 18:03
 0  3
বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ শেষে ফিরে যাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। হামলার জন্য আন্দোলনকারীরা ‘উস্কানিদাতাদের’ দায়ী করলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা আহত হওয়ার প্রতিবাদে সোমবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সময়মতো দাবি পূরণ না হলে তারা কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর বলেন, ঘটনার পর সেবা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আগামীকাল একটি সভা ডাকা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদেই রোববারের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow