ভৈরব আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি নামক স্থানে একটি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চালক শরিফুল ইসলাম শরীফ (৪০) পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে। অন্যদিকে ট্রাক ড্রাইভার পলাতক থাকায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোঃ মারগুব তৌহিদ বলেন, দূর্ঘটনার সময় ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায় এবং ট্রাক ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে যায়। সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






