রাউজানে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মী হাকিমকে

Nov 6, 2025 - 19:31
 0  3
রাউজানে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মী হাকিমকে
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানের বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিমকে (৫২) টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই হত্যাকাণ্ডে অংশ নেয়া ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের জবানবন্দীর পর পুলিশ এমনটা জানায়।

পুলিশ জানায়, কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খুনের ঘটনায় সন্ত্রাসীদের দুটি দল অংশ নেয়।

পুলিশ আরও জানায়, গত ৭ অক্টোবর আবদুল হাকিম প্রাইভেট কারে নগর থেকে তার গ্রাম রাউজানের বাগোয়ানের হামিম অ্যাগ্রো ফার্মে যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আবদুল হাকিমের মৃত্যু হয়। 

এ ঘটনায় গুলিবদ্ধ হন তার গাড়িচালকও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow