রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনা সত্য। উনি বিএনপি নেতা সাধন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এটি করেছে, আমরা এখনও সেটি জানি না। এই বিষয়ে খোঁজ নিতে কাজ করছে পুলিশ।
নিহতের ভাগনে জিহাদ বলেন, বাড্ডা এলাকায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি। সেখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানায়।
তিনি জানান, তারা এখন ঘটনাস্থলে আছেন। বাড্ডা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে, এখন পর্যন্ত তারা সেটা জানেন না।
এদিকে কামরুল আহসানের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক রাজধানীর হৃদরোগ হাসপাতালে তাকে দেখতে আসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। আমিনুল হক এই ন্যাক্কারজনক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
What's Your Reaction?






