রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বিএনপিতে নীতি-আদর্শ পরিপন্থী অপ-তৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে কমিটি বাতিলসহ নানা দাবিতে মানববন্ধন করেছে মহানগর বিএনপির একাংশ। সোমবার (২৬ মে) বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রধান সড়কে এই মানববন্ধনে অংশ নেন অন্তত দুশো বিএনপি নেতাকর্মী।
মানববন্ধনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুসহ বঞ্চিত নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্যে নেতা-কর্মীরা বলেন, ফ্যাসিবাদের বিষবৃক্ষ নির্মূল হলেও রাজশাহী মহানগর বিএনপি কমিটির কয়েকজন নেতৃবৃন্দ আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মী চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপসহ অপকর্মের সঙ্গে জড়িত এমনকি জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপরে হামলার সঙ্গে সম্পৃক্ত এবং সরাসরি নেতৃত্ব প্রদানকারী পতিত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের জন্য প্রত্যক্ষভাবে আশ্রয় প্রশ্রয় প্রদান করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হয়। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে, রাজশাহী মহানগর বিএনপির চিহ্নিত নেতৃবৃন্দ বেআইনিভাবে প্রতিষ্ঠান জবরদখল, ভূমি-ভবন দখল, অযাচিত প্রশাসনিক হস্তক্ষেপ, চাঁদাবাজিসহ ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের দ্বারা দলটির ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। শুধু তাই নয় রাজশাহীতে ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সম্পৃক্ত বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর থেকে থানা, ওয়ার্ড পর্যায়ের দীর্ঘদিনের ত্যাগী নির্যাতিত হামলা মামলার শিকার পরীক্ষিত নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে, বাদ দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তোলেন তিনি।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিতে হাইব্রিড নেতার উদ্ভব হচ্ছে বলেও জানান। বিগত সময়ে আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা বিএনপির নেতা কর্মীরা রাজশাহীতে হামলা মামলা জুলুম নির্যাতনে শিকার হয়েছেন, সেই আওয়ামী কর্মীদেরই বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কিছু নেতৃবৃন্দ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন, শিষ্য বানাচ্ছেন এবং তাদেরকে দলীয়ভাবে আশ্রয় দিচ্ছেন।
অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি করার দাবি জানান নেতা-কর্মীরা।
What's Your Reaction?






