রাজাপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
![রাজাপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার](https://jamunatimes.com/uploads/images/202502/image_870x_67a501809d96e.jpg)
সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. তরিকুল ইসলাম তারেক (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তরিকুল ইসলাম তারেক উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউদপুর এলাকার মৃত আব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে ও মঠবাড়ি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর এলাকায় প্রকাশে ছুরি দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে আবুল বাশার নামে এক রাজমিস্ত্রীকে। ঐ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বাদি হয়ে নাজমুল ও রাতুল এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলা করেন।
মামলার প্রধান আসামি নাজমুলকে র্যাব-৮ ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশে সোর্প করে। নাজমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে তরিকুল ইসলাম তারেকের নাম হত্যার হুকুমদাতা হিসেবে প্রকাশ করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, আসামিকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?
![like](https://jamunatimes.com/assets/img/reactions/like.png)
![dislike](https://jamunatimes.com/assets/img/reactions/dislike.png)
![love](https://jamunatimes.com/assets/img/reactions/love.png)
![funny](https://jamunatimes.com/assets/img/reactions/funny.png)
![angry](https://jamunatimes.com/assets/img/reactions/angry.png)
![sad](https://jamunatimes.com/assets/img/reactions/sad.png)
![wow](https://jamunatimes.com/assets/img/reactions/wow.png)