রায়গঞ্জে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা-ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইট ভাটায় দফায় দফায় মোবাইল কোর্টে জরিমানা ভাংচুর, বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রায়গঞ্জ উপজেলার প্রায় অর্ধশত ইট ভাটার মালিক কর্মচারী শ্রমিক সহ কয়েক হাজার লোক এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়গঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খান, উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। ভাটা মালিক সমিতির অন্যতম সদস্য আবু তালেব বিশা সহ আরও অনেকেই।
বক্তারা বলেন, আমাদের ইট ভাটা গুলো সরকারে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়েই চলছে। শুরুতেই পরিবেশে ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের লাইসেন্স, ভুমির বানিজ্যিক খাজনা সহ সরকারের সকল নিয়ম ফলো করেই আমাদের ইট ভাটা গুলো চালানো হয়। প্রতিটি ইটভাটা থেকে সরকার প্রতিবছর ৭-৮ লাখ টাকা রাজস্ব পায়। অথচ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমাদের ইট ভাটা গুলো ঘুড়িয়ে দেয়া হচ্ছে। সরকারি ভাবে ক্ষতি পুরন দিয়ে আমাদের ইট ভাটা গুলো বন্ধ করে দেয়া হোক।
সমাবেশ শেষে মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম দিয়ে উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রেরন করা হয়।
What's Your Reaction?






