সিরাজগঞ্জে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা! নববধূ আটক

Oct 29, 2025 - 13:53
Oct 29, 2025 - 13:53
 0  4
সিরাজগঞ্জে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা! নববধূ আটক
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে মৃতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত নববধূকে আটক করে পুলিশ।

মৃত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মন্ডলের ছেলে। আটক নববধূ তানজিলা খাতুন (২২) পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।
 
মৃতের স্বজনরা জানান, ১ মাস আগে মিশুক চালক আব্দুল করিম পারিবারিক সম্মতিতে সাথিয়ার তানজিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর করিমের পরিবার পরে জানতে পারে আগে থেকেই সাথিয়ার প্রতিবেশী সিএনজি চালিত অটোরিকশাচালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ দেন। এ অবস্থায় তিনি তার স্বামী করিমকে হত্যার সিদ্ধান্ত নেন। পরে পরিকল্পনা অনুযায়ী গ্যাস ট্যাবলেট কিনেন।

গত সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে তার স্বামী করিমকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণ পর থেকে পেটে জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন বুধবার (২৯ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ওসি আলী আসলাম বলেন, ‘আজ বুধবার সকালে নিজবাড়ি থেকে নিহত আব্দুল করিমের মরদেহ উদ্ধার এবং নববধূ তানজিলাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি তার স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow