রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় মামলা
ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ডাকাতদের কবলে পড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নারী শিশু নির্যাতন দমন আইন ১০ ধারাসহ ৩৯৫/৩৯৭ পেনাল কোড (ডাকাতি) ধারায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে।
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ বাসে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ওমর আলীর বর্ণনা মতে, সোমবার রাত ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। সাড়ে ১২টার দিকে ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে।
পরে তারা কয়েকজনকে জখম করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটি বিভিন্নস্থানে ঘুরিয়ে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি শেষে বাস থামিয়ে তারা নেমে যায়। ডাকাতেরা বাস থেকে নেমে যাওয়ার পর মঙ্গলবার দুপুরে যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যান।
এ সময় বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তার সহকারী মাহবুব আলমকে (২৮) আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা-পুলিশ।
এরপর বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। অবশেষে ঘটনার তিনদিন পর মির্জাপুর থানা ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।
What's Your Reaction?

