সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলিমকে গণসংবর্ধনা

Nov 6, 2025 - 20:16
 0  10
সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলিমকে গণসংবর্ধনা
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকা থেকে নিরবাচনী এলাকা বেলকুচি ও এনায়েতপুরের পথে পথে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

এদিন বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বেলকুচি ও এনায়েতপুর থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আলিমের সমর্থকরা। পরে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুলেল সংবর্ধনা প্রদান ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

এর আগে তিনি উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা ইউনুস আলী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় বেলকুচি ও এনায়েতপুর থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow