ধর্ষকের ফাঁসি দাবিতে বানেশ্বরে বিক্ষোভ মিছিল

Mar 9, 2025 - 23:09
 0  2
ধর্ষকের ফাঁসি দাবিতে বানেশ্বরে বিক্ষোভ মিছিল
ছবি : সংগৃহীত

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি

শিশু আছিয়াকে ধর্ষন ও দেশব্যাপী নারী নির্যাতন, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে রাজশাহীর বৃহত্তর হাট-বাজার বানেশ্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার সন্ধ্যায় বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষণ শেষে করেন। বানেশ্বর ট্রাফিক মোড়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক উপড় বসে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রায় আধাঘন্টা অবরোধ করেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা।

তারা বলেন, তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, আমার সোনার বাংলা ধর্ষকের ঠাঁই নাই। একটা একটা ধর্ষক ধর। ধরে ধরে জবাই কর, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

মিছিলে বানেশ্বর কলেজের সাধারন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আবুশামা, প্রান্ত শাহরিয়ার অয়ন, মো: রবিউল আওয়াল আকাশ, আল আমিন আহমেদ শুভ, আব্দুল্লাহ ইবনে আলিফ, মো: মিজানুর রহমান সিজান, মো: ইমরান আলীগন, শাওনের নেতৃত্ব প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow