হাঁটতে পারছেন না রাশমিকা মান্দানা, হুইলচেয়ার সঙ্গী

Jan 23, 2025 - 11:28
 0  2
হাঁটতে পারছেন না রাশমিকা মান্দানা, হুইলচেয়ার সঙ্গী
ছবি : সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পর্দায় সবসময় দর্শকে মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। কিন্তু হটাৎ ভিন্নভাবে দেখা গেল তাকে। পায়ে ব্যথার কারণে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারকে সঙ্গী করে যোগ দিলেন ‘ছাভা’ সিনেমার প্রমোশনে।

চলছিল 'সিকান্দর'-এর শুটিং। তাঁর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট লাগে অভিনেত্রী রাশমিকা মান্দানার।

যার ফলে ছবির শুটিংও বন্ধ রয়েছে। এই কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী।‌ এই ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা গিয়েছে। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভাল ভাবে হাঁটতেও পারছেন না রাশমিকা। এক পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে দেখা গেল অভিনেত্রীকে।

প্রকাশ্যে আসা ভিডিওয় দেখা যাচ্ছে, মাথায় টুপি এবং মুখে মাস্ক পড়ে হুইলচেয়ারে বসে বিমানবন্দরে এসেছেন তিনি। রাশমিকাকে এভাবে দেখে চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালেও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত, এ আর মুরুগাদোসের পরিচালনায় রাশমিকা মান্দানার সঙ্গে 'সিকান্দর' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন সালমান খান। চলতি বছর ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow