৭ বছর কোমায় থাকার পর মারা গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার
সাত বছর কোমায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটার আকশু ফার্নান্দো। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর।
২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতে অনুশীলন করছিলেন ফার্নান্দো। সে সময় একটি অরক্ষিত রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর থেকে ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বেশির ভাগ সময় লাইফ সাপোর্টে ছিলেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় এক ব্যাটসম্যান ছিলেন ফার্নান্দো। যে সময়ে তার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার গতিশীল হয়ে উঠছিল, ঠিক তখনই মাত্র ২৭ বছর বয়সে ট্রেনের ধাক্কায় থেমে যায় তার সবকিছু।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১০৬৭ রান করেছিলেন ফার্নান্দো। 'লিস্ট এ' ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান। ১৯টি টি-টোয়েন্টিও খেলেছেন ফার্নান্দো।
নিউজিল্যান্ডে ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন ফার্নান্দো। সিনিয়র পর্যায়ে তার সাতটি ফিফটি ছিল। নয় বছরের ঘরোয়া ক্যারিয়ারে কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাবসহ কয়েকটি দলে খেলেছেন এই ব্যাটার।
What's Your Reaction?

