আ. লীগ সরকারের দেয়া ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

আওয়ামী লীগ সরকারের সময় দেয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন আবার নতুন করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচ এজেন্ডা নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সভায় আলোচিত পাঁচটি এজেন্ডা হলোঃ
(ক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ।
(খ) রাজনৈতিক দলের নিবন্ধন।
(গ) নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন।
(ঘ) ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা।
(ঙ) নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরেই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি। এছাড়াও ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গেছে, এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে চারশ’র মতো আবেদন এসেছে ইসিতে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।
এছাড়াও রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে। এছাড়া পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে ইসি। এক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশোধনের কথা ভাবছে ইসি।
What's Your Reaction?






