কিশোরগঞ্জে বাবাকে হত্যা করল মাদকাসক্ত ছেলে

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নিজের ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আবদুল মালেক (৮০)। তিনি উপজেলা সদরের নয়াকান্দি এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মালেকের ছেলে বাদল মিয়া (৪০) মাদকাসক্ত।
প্রায়ই পরিবারের ওপর নানা বিষয় নিয়ে চাড়াও হতো সে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল পরিবারটি। শুক্রবার দুপুর ১২টার দিকে বাদল ও তার বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাদল বাবাকে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা আহত আবদুল মালেককে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার অবস্থার গুরুতর অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।
নয়াকান্দি গ্রামের হাফিজ মিয়া জানান, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে তার আচরণ খারাপ ছিল। কিছুদিন আগে মাদকসংক্রান্ত মামলায় কারাভোগের পর বাড়ি ফিরে তার আচরণ আরো অশান্ত হয়।
এই কারণে বাবা–ছেলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বাদলের আচরণের কারণে তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ জানান, বাদল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
What's Your Reaction?






