কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে জেলার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ'র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বি.এম কুদরত এ খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, মাহফুজুর রহমান টিউটর, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, আমি দূর্নীতিকে প্রশ্রয় দেই না আর আমার অধিনস্ত কেউ দূর্নীতি করলে দ্বায়ভার তার।
তিনি আরও বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপণতা থাকবে না। জেলার যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো সব এক সাথে সমাধান করা সম্ভব না। তবে গুরুতপূর্ণ সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করছি বলে জানান তিনি।
What's Your Reaction?






