খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার

Oct 30, 2025 - 01:36
 0  1
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বর্মাছড়ি মুখ বাজার সংলগ্ন দেওয়ান পাড়া থেকে নদী দিয়ে পাচার করার সময়ে এসব কাঠ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানপাড়া এলাকা থেকে পাচার করার সময় কাঠগুলো উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সেনা সদস্যের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচাকারীরা। এই অবৈধ কাঠ পাচারের সাথে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর সম্পৃক্ততার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে পাহাড়ে জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লক্ষ্মীছড়ি উপজেলার কয়েকটিস্থানে দীর্ঘদিন ধরে সশস্ত্র সন্ত্রাসী ও অবৈধ চোরাচালান কারবার চালিয়ে আসছে ইউপিডিএফ। উপজেলার বিভিন্নস্থানে নিরাপত্তা বাহিনীর নিয়মিত আভিযানিক কর্মকাণ্ড থাকায় সেনাবিরোধী অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে ইউপিডিএফ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow