ঘোড়াঘাটে ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Feb 21, 2025 - 21:42
 0  9
ঘোড়াঘাটে ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবি : যমুনা টাইমস

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউ’পি প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিপরীতে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউ’পি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ভান্ডারী গং প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢোল তবলা ও বাদ্যযন্ত্র ব্যবহার করে নারী পুরুষ একত্রে হয়ে গান বাজনা ও জিকিরের নামে ভণ্ডামি, মাদক সেবন, মাজার এলাকায় মসজিদ না থাকা, প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে গান-বাজনার মাধ্যমে ভণ্ডামি করে থাকেন। এছাড়া ইসলাম ও কোরআনের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত থাকেন।

বক্তব্য শেষে সমাবেশের সভাপতি আগামী ১০ ফাল্গুন, ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও ১৭, ১৮, ১৯ ফাল্গুনে মাজারের বিপরীত পাশে মাঠে রমজানের তাৎপর্য, ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী ও স্থানীয় হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow