কুড়িগ্রামে যুব নারীদের হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বেকার অসহায় দরিদ্র যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ ও ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়ণে বিনামূল্যে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যুব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামে চরাঞ্চলের বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণটি নারীদের জীবন মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চরাঞ্চলের যুব নারীরা বিনামূল্যে এই সেলাই মেশিন পেয়ে খুব খুশি আনন্দ প্রকাশ করেন।
What's Your Reaction?






