দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

Jul 15, 2025 - 00:02
 0  1
দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছবি : সংগৃহীত

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য জনমনে আতঙ্ক বিরাজ করছে। অথচ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমন দাবি সঠিক নয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।

প্রেস উইং নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow