‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

‘আয়নাঘর’ পরিদর্শন করতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। পরিদর্শনের দেশি-বিদেশি মিডিয়া তার সঙ্গে থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে।
সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয় বলেও জানানো হয়েছে।
What's Your Reaction?






