দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির সবাই পলাতক

Oct 21, 2025 - 23:54
 0  3
দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির সবাই পলাতক
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজার এলাকা থেকে শাপলা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি ঘরের বিছানায় শোয়া অবস্থায় পাওয়া যায়। শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন না থাকলেও গলায় রশির দাগের মতো চিহ্ন পাওয়া গেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাপলা খাতুন ওই এলাকার সৌদি প্রবাসী রনি হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের পঁচাভিটা গ্রামের সৌদি প্রবাসী আরিফ মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে শাপলা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বোঝাপড়া হলে তাকে পুনরায় স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু পরদিন সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শাপলার শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow