মোংলায় তিন মাদকসেবীর কারাদণ্ড

জসিম উদ্দিন, মোংলা
মাদক সেবন ও রাখার দায়ে বাগেরহাটের মোংলায় তিনজনকে কারাদণ্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ওই মাদকসেবীদের কারাদণ্ডদেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলার উপ-পরিচালক মোঃ বুলু শেখ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার লক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয় মোংলায়। এসময় গাঁজা সেবন ও গাজা রাখার দায়ে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন, মোংলার মাকোড়োন এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে আলি আকবর, শাজাহান হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ও ফয়েলা এলাকার বাসিন্দা জামাত উল্লার ছেলে শহিদুল ইসলাম।
পরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি আদালত পরিচালনা করে শহিদুল ইসলাম ও আলি আকবর প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থ দন্ড করেন। এছাড়া মাসুদ হাওলাদারকে ৭ দিনের কারাদন্ড ও একশত টাকা অর্থ দন্ড করা হয়।
আটককৃতদের বিকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।
What's Your Reaction?






