নির্বাচন বিলম্বিত করা যাবে না : আন্দালিব রহমান পার্থ

Dec 17, 2024 - 17:13
 0  2
নির্বাচন বিলম্বিত করা যাবে না : আন্দালিব রহমান পার্থ
ছবি : সংগৃহীত

গতকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে এক শোভাযাত্রায় জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, "দেশের উন্নয়ন এবং সংস্কারমুখী রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে হবে। কোন দলকে ক্ষমতায় আনতে হবে তা জনগণকে নির্ধারণ করতে হবে, তবে নির্বাচন কখনো বিলম্বিত করা উচিত নয়।"

ঢাকার বিজয় দিবসের শোভাযাত্রায় আন্দালিব রহমান পার্থ আরও বলেন, "এদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই কেবল দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে পারে।"

তিনি আরও বলেন, "দেশের অগ্রগতির স্বার্থে এমন একটি সরকার বেছে নিতে হবে, যারা বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে এবং সুশাসন নিশ্চিত করবে। কোন দল ক্ষমতায় আসবে তা জনগণই ঠিক করবে, কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই।"

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, "স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে হবে এবং যোগ্য দলকে ক্ষমতায় আনতে হবে।"তিনি বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনও সুযোগ নেই। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে, তাহলে ১৭ মিনিটেই সরকারের পতন ঘটবে।

শোভাযাত্রায় দলের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এ সময় বিজয় দিবসের চেতনাকে ধারণ করে রাজনৈতিক ঐক্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow