নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে দিলেন মাদকাসক্ত যুবক

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন এক মাদকাসক্ত যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সলিথা গ্রামের আজগর ফকিরের ছেলে রাজু ফকির (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায় প্রতিদিনই বাবা-মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করতেন। শনিবার সকালে একইভাবে টাকা চাইলে বাবা-মা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাজু নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী রাজু ফকিরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও নগরকান্দা থানার সেকেন্ড অফিসার আমিনুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পরে ড্রাগ টেস্টের মাধ্যমে রাজু ফকির মাদকাসক্ত প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “ড্রাগ টেস্টে রাজু ফকির মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজু ফকির মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
What's Your Reaction?






