পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ে সারজিসের দুর্নীতিবিরোধী লংমার্চ

পঞ্চগড় প্রতিনিধি
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড়ে লংমার্চ শুরু করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয় লংমার্চ। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিস আলমের নেতৃত্বে বিশাল বহর নিয়ে সদর উপজেলার হাফিজাবাদ, অমরখানা, চাকলাহাট ইউনিয়ন ঘুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক হয়ে বিকেল তিনটার দিকে তেতুলিয়া সদরে পৌঁছায় লংমার্চ। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে পথসভা করার কথা রয়েছে।
এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, রাত নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে সমাবেশসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সারজিস আলম।
এর আগে সকাল থেকে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা।
What's Your Reaction?






