রংপুরে মাকে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড

Oct 28, 2025 - 22:28
 0  3
রংপুরে মাকে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড
ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

রংপুরে মাকে হত্যা করে লাশ গর্তে পুতে রাখার ঘটনায় ছেলে জামিল মিয়া ওরফে ভেলনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ রায় ঘোষণা করেন।

কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, ২০২২ সালের ১৯ আগস্ট রংপুরের কাউনিয়া উপজেলার সিট নাজিরদহ এলাকায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে জামিল মিয়া নিজের মা মাজিদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘরের মেঝেতে গর্ত করে লাশ পুতে রাখেন।

তিন দিন পর দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জামিলকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করার আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow