রাঙামাটির কাউখালীতে ‘আশা’র বিনা মূল্যে চিকিৎসা সেবা

Dec 17, 2024 - 17:52
 0  1
রাঙামাটির কাউখালীতে ‘আশা’র বিনা মূল্যে চিকিৎসা সেবা
ছবি : যমুনা টাইমস

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

গতকাল বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলা বেতবুনিয়া বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা'র উদ্ব্যোগে দিনব্যাপী বিনা মূল্যে সাধারণ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন, আশা’র রাঙ্গামাটি আঞ্চলিক অফিসের, রিজোনাল ম্যানেজার মো: ছালেহ উদ্দিন।

এ সময় আশা, বেতবুনিয় বুনিয়া ব্রাঞ্চে তাপস কান্তি চাকমা এসবিএম, আশা কাউখালী ব্রাঞ্চে লিটন চাকমা এসবিএম, সেবা প্রদানকারী হেলথ সেন্টার ইনচার্জ আশা, বেতবুনিয় বুনিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের ড: গ্যাল্যান্ট চাকমা, সহযোগিতায়, স্বাস্থ্যকারী ডা: রিতা তঞ্চঙ্গা, ফাতেমা আক্তার, মিখ্যাইনু মারমা, মাসাউ মারমা উপস্থিত ছিলেন।

আশা’র রাঙ্গামাটি আঞ্চলিক অফিসের, রিজোনাল ম্যানেজার মো: ছালেহ উদ্দিন বলেন, দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সাধারন চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি-সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।

তিনি আরো বলেন, বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে।

আশা’র রাঙ্গামাটি আঞ্চলিক অফিসের, রিজোনাল ম্যানেজার মো: ছালেহ উদ্দিন জানান, এধরণে সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ বক্ত্য করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow