রামুর ঈদগড় ইউনিয়নে থামছেনা অবৈধ বালু উত্তোলন

আরিয়ান খান, কক্সবাজার প্রতিনিধি
রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া খালে দলীয় নাম ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদেরকে হুমকি দেয় বালু পাচার সিন্ডিকেট সদস্যরা।
বিএনপি'র নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রর রামু উপজেলার ঈদগড়ে ইউনিয়নের চরপাড়া খাল থেকে দলীয় পরিচয়ে অবৈধ চলছে বালু উত্তোলন উপজেলা প্রশাসনের অভিযান সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না বালু লুটপাট।
চক্রের মূল হোতা নেতা পরিচয়ে বেলাল মেম্বার নেতৃত্বে ১০-২০ জনের একটি চক্র ঈদগড়ের বিভিন্ন পয়েন্ট থেকে মেশিন ও লোক দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় এসব বেআইনি কাজে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। খাল ছড়া থেকে দিন-রাত ডম্পার যোগে এসব বালু পাশ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গাই নিয়ে বিক্রি করেন সিন্ডিকেট সদস্যরা।
এসিলেন্ডকে অবগত করার পরেও এসিলেন্ড ঈদগড় ইউনিয়ন পরিষদে ইফতার মাহফিলে এসেছিলো সে খবর পেয়ে এসিলেন্ড ঈদগড় আসার ২ ঘন্টা আগে মেশিন বন্ধ করে দেয়। পরে এসিলেন্ড চলে যাওয়ার পরে পূনরায় মেশিন সচল করে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, আশার ২ঘন্টা পড়ে আবারো দ্বিগুন উৎসাহে শুরু হয় পরিবেশ ধ্বংসের মহাযজ্ঞ। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের লোক দেখানো অভিযান শেষ হলেই বালুখেকোরা একটি দলের প্রভাব দেখিয়ে ভিন্ন কৌশল বেছে নিচ্ছে। রাতের আঁধারে মেশিনের মাধ্যমে এলাকার খাল ছড়া থেকে বালু উত্তলণের ফলে ঈদগড়ের মানুষের ঘুম ভেঙে গিয়ে, জনসাধারণের চরম ভোগান্তি হচ্ছে। ঈদগড় ইউনিয়নের চরপাড়া ১৫টির অধিক পয়েন্ট থেকে অবাধে বালু উত্তোলনে ফসলী জমি নষ্ট ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।
স্থানীয় প্রশাসন এই অবৈধ কাজ বন্ধে চেষ্টা চালালেও তা কার্যকর প্রতিরোধে সক্ষম হচ্ছেন না। স্থানীয়রা এসব কাজে বাঁধা দিলে, সিন্ডিকেট সদস্যরা নির্যাতনের স্টিমরোলার চালায় বলে অভিযোগ করেন।
What's Your Reaction?






