রেকর্ড গড়ে ‘পুষ্পা ২’-এর মুক্তি
ভারতের বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাপ্রেমীদের মাঝে সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে উন্মাদনা ও আগ্রহ। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপারস্টার আল্লু আর্জুন ও ভারতের জাতীয় ক্রাশখ্যাত নায়িকা রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পাচ্ছে আজ।
সুকুমার পরিচালিত সিনেমাটি মুক্তির আগে থেকেই ভারতের চলচ্চিত্র জগতে পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। রেকর্ড ভাঙার এই যাত্রা যেন থামছেই না। মুক্তির আগেই ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে সিনেমাটি ১ হাজার কোটি টাকার উপরে আয় করেছে। এবার মুক্তির মাধ্যমে গড়ছে আরও নতুন রেকর্ড। বিশ্বব্যাপী মুক্তিতে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ ওপেনার হতে যাচ্ছে।
রেকর্ড গড়া মুক্তি
তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম ও বাংলা ভাষায় বিশ্বের প্রায় ৯ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। সিনেমাটি শুধু হিন্দি ডাবিং ভার্সনেই ৪৫০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ডাবিং করা ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ হলে মুক্তি পাওয়ার রেকর্ড এখন ‘পুষ্পা ২’-এর দখলে।
আগাম টিকিট বুকিং রেকর্ড
‘পুষ্পা’-এর প্রথম পার্ট মুক্তির পরই সিনেমা বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এর দ্বিতীয় পার্ট ভারতীয় সিনেমার ইতিহাসে বড় ধামাকা তৈরি করবে। সেই ধারণাই সত্যি হলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ২৭৫ কোটি রুপির বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছে। মুক্তির প্রথম দিনে এমন ইতিহাস আগের কোনো ভারতীয় সিনেমার নেই।
এদিকে কিছু কিছু জায়গায় সিনেমাটির টিকিট বেশি দামে রাখা হচ্ছে জানিয়ে আদালতে পিটিশনও দায়ের করেন এক ব্যক্তি। তবে হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন। ‘পুষ্পা ২’-এর প্রতিটি টিকিট ভারতের বিভিন্ন প্রদেশে ১০০০-১৮০০ ভারতীয় রুপিতে বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় হায়দ্রাবাদের ‘সন্ধ্যা ৭০এমএম’ সিনেমা হলে সিনেমাটির প্রথম প্রিমিয়ার দেখেছেন আল্লু আর্জুন। এ সময় তার সঙ্গে ছিলেন সিনেমার সংশ্লিষ্টজনসহ অসংখ্য ভক্ত-দর্শক।
What's Your Reaction?