সুদানে আবেইতে সন্ত্রাসী হামলায় হতাহত শান্তিরক্ষীদের নাম ও ছবি প্রকাশ করেছে আইএসপিআর

Dec 14, 2025 - 14:22
 0  2
সুদানে আবেইতে সন্ত্রাসী হামলায় হতাহত শান্তিরক্ষীদের নাম ও ছবি প্রকাশ করেছে আইএসপিআর
ছবি : সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহিদ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন।

আইএসপিআর জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত ওই হামলা চালানো হয়। হামলার সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন।

হামলার ৬ শহিদ শান্তিরক্ষীরা হলেন-

করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

হামলায় আহতরা হলেন-

লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, করপোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মো. মানাজির আহসান।

আইএসপিআর জানায়, আহত আটজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে। তাদের সবাই শঙ্কামুক্ত।

বাংলাদেশ সেনাবাহিনী এ নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শহিদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহিদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow