আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Oct 19, 2025 - 22:42
 0  2
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

নারী বিশ্বকাপে এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। ম্যাচটি শুরু হবে আগামীকাল সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায়।

টানা ৪ ম্যাচ হারে কঠিন সমীকরণের মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাই তো লঙ্কানদের পাশাপাশি জয় পেতে হবে ভারতের বিপক্ষেও।

এরপর আশা করতে হবে ভারত ও নিউজিল্যান্ড ২ দলকেই যেন হারায় ইংল্যান্ড। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের সমান ৬ পয়েন্ট থাকে। তখন বড় ব্যবধানের জয়ে জিততে হবে বাংলাদেশকে। কারণ রানরেটে অনেক পিছিয়ে আছে টিম টাইগ্রেস।

অপরদিকে, সেমির আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ও পাকিস্তান ২ দলকেই হারাতে হবে শ্রীলঙ্কাকে। সেইসাথে, প্রার্থনা করতে হবে যেন ভারত হারে সবকটি ম্যাচে। এছাড়া ইংল্যান্ডকেও জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow