কালিয়াকৈরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Oct 18, 2025 - 01:55
 0  4
কালিয়াকৈরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবি : সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদ ও মৌচাক এলাকা থেকে মিছিলটি বের হয়।

হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরের মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)-কে অপহরণ করে ধর্ষণ করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে 'তৌহিদি জনতা'-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

তাঁরা অভিযোগ করেন, অভিযুক্ত জয়, লোকনাথ ও সঙ্গীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

বক্তারা বলেন, ‘‘সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow